চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৪ দশমিক ২৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অর্থবছরের ৮ মাস বিবেচনায় এটি গত ১০ বছরের মধ্যে এডিপির সর্বনিম্ন বাস্তবায়নের হার। চলতি অর্থবছরে মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ৩৫৩টি।
Advertisement
সোমবার (১৭ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত এডিপি বাস্তবায়ন সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরে মোট বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। অথচ ৮ মাসে খরচ হয়েছে মাত্র ৬৭ হাজার ৫৫৩ কোটি ২১ লাখ। ফলে আগামী চার মাসে খরচের টার্গেট ২ লাখ ১০ হাজার ৭৩৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩১ দশমিক ১৭ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৩২ দশমিক ১০, ২০২১-২২ অর্থবছরে ৩৫ দশমিক ৮০ ও ২০২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৮৩ শতাংশ এডিবি বাস্তবায়ন হয়েছিল।
আরও পড়ুন চূড়ান্ত এডিপির আকার কমে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা ‘একজন প্রবাসী শ্রমিক ৭৩০ কোটি টাকা এনে বলছেন এটা আয়করমুক্ত’ উন্নয়নে মন্থর গতি, সংশোধিত এডিপিতে কমছে ৫০ হাজার কোটি টাকা৮ মাসে উন্নয়ন ব্যয়ে সব থেকে পিছিয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এই বিভাগে বরাদ্দ ৪ হাজার ৯৩৬ কোটি টাকা, অথচ খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৩৫ হাজার টাকা। ফলে এডিপি বাস্তবায়নের হার মাত্র ০ দশমিক ৪১ শতাংশ।
Advertisement
এছাড়া কিছু মন্ত্রণালয় ও বিভাগ গত ৮ মাসে তাদের বরাদ্দের মাত্র ১০ শতাংশ খরচ করতে পেরেছে। এসব মন্ত্রণালয় ও বিভাগ হলো- স্বাস্থ্যসেবা বিভাগে ৫ দশমিক ৪৮, জননিরাপত্তা বিভাগে ৮ দশমিক ৩৬, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ৯ দশমিক ১৬, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৬ দশমিক ৭৭, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে ৯ দশমিক ২৮, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ৩ দশমিক ৭২ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে ৭ দশমিক ০৫, ভূমি মন্ত্রণালয়ে ৬ দশমিক ৪১ ও জাতীয় সংসদ সচিবালয়ে ২ দশমিক ১৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে।
এমওএস/ইএ/এএসএম