দেশজুড়ে

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

Advertisement

সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের জেলেদের মধ্যে চাল বিতরণকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রাব্বী নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি বলেন, ‘রোববার (১৬ মার্চ) থেকেই জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া আজ ৭ নম্বর ওয়ার্ডের লোকদের আসতে নিষেধ করেন। যে কারণে কেউ আসেননি। কিন্তু দূরে দাঁড়িয়ে থেকে দেখা গেছে, নুরু ভূঁইয়ার লোকজন যাদের কোনো জেলে কার্ড নেই, তারা চালের বস্তা নিয়ে যাচ্ছেন। তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।’

Advertisement

স্থানীয়রা জানান, কিছু জেলে কার্ড ছাড়া চাল নিতে চাইলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কার্ডধারী ও কার্ডছাড়া জেলেরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া বলেন, ‘আমরা গতকালও উপস্থিত থেকে চাল বিতরণ করেছি। তখন ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন চাল বিতরণের সময় সমস্যা করেছে। তাদের আজ আসতে নিষেধ করেছি। কিন্তু তারাই আজ এখানে হামলা ও মারামারির সৃষ্টি করেছে। জেলে কার্ডছাড়া চাল নিয়ে যাওয়া এবং আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে তা সঠিক না।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাব্বি নামের একজন মাথায় টেঁটাবিদ্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এসময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মেইন গেট বন্ধ করে দেই। এরপর চাল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে জানি না। বর্তমানে ইউনিয়নে চাল দেওয়া বন্ধ রয়েছে।’

Advertisement

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।

শরীফুল ইসলাম/এসআর/এমএস