পাকিস্তানের ক্রিকেটের অবস্থা এখন নাজুক। আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ড সফরের শুরুটাও ভালো হয়নি তাদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৯১ রানে অলআউট হয়ে হেরেছে ৯ উইকেটে।
Advertisement
দলের এমন বাজে অবস্থার জন্য বারবার কোচিং স্টাফ পরিবর্তন, ভুল সিদ্ধান্ত ও ধারাবাহিকতার অভাবকে দুষছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।
লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনজামাম জানান, দলে স্থিতিশীলতা ও পরিকল্পনার অভাবের কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমরা সঠিক পথে কাজ করছি না এবং অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিচ্ছি।’
ইনজামাম পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সতর্ক করেন এভাবে, যদি সুস্পষ্ট কৌশল নির্ধারণ এবং কার্যকর না হয়, তাহলে পাকিস্তান ক্রিকেটের অবস্থা আরও খারাপ হবে। বারবার কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড় নির্বাচনে পরিবর্তন আনলে দল বারবার বিশৃঙ্খলার মধ্যে পড়বে।
Advertisement
ইনজামাম বলেন, ‘ক্রিকেট বোর্ডের উচিত আগের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং একই ভুল বারবার না করা। গত দুই বছরে পাকিস্তান দলের পারফরম্যান্স নিম্নগামী। যদি আমরা সঠিক পথে কাজ না করি, তাহলে আরও নিচে নামতে হবে।’
প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে ২০২৩ সালে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ইনজামাম। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এখন বসে চিন্তা করতে হবে যে, কোথায় কোথায় ভুল হচ্ছে।’
ম্যানেজমেন্ট ও কোচিংয়ে বারবার পরিবর্তন আনার ফলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট হয় বলে মনে করেন ইনজামাম। একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ইনজামাম বলেন, ‘অতিরিক্ত পরিবর্তন না করে আমাদের ভাবতে হবে সমস্যাগুলো কোথায় হচ্ছে। যদি বারবার পরিবর্তন আনা হয়, তাহলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস পাবে না এবং অবস্থা একই থাকবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমকে বাদ দেওয়া হয়েছে। পিসিবির এ সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে বাবরকে সমর্থন জানিয়েছেন ইনজামাম।
Advertisement
তিনি বলেন, ‘বাবর আজম একজন বিশ্বমানের খেলোয়াড়। প্রত্যেক ক্রিকেটারের খারাপ সময় আসে। কিন্তু গত কয়েক মাস ধরে জাতীয় দলই ভালো ক্রিকেট খেলতে পারছে না।’
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হবে। ম্যাচটি হবে ক্রাইস্টাচার্চে।
এমএইচ/এএসএম