মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের কুমিল্লার সাড়ে ৫১ শতক জমির ওপর নির্মিত রূপায়ণ দেলোয়ার টাওয়ার নামীয় একটি বেসমেন্ট, একটি সেমি বেসমেন্ট ও ১৩তলার বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান জব্দের আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
এছাড়া তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাব ও ছয়টি বিও হিসাব এবং তার স্ত্রী ফাতেমা আক্তারের নামে থাকা একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, আবু শাহাদাৎ মো. শরীফের বিরুদ্ধে পদ-পদবি ব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে অন্যকোনো উৎস হতে অবৈধভাবে অর্জিত অর্থ নিজ ও তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের নামীয় ব্যাংক হিসাবে আনয়ন করে বৈধতা দেওয়ার চেষ্টা গ্রহণপূর্বক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের হিসাবে স্থানান্তরসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন।
Advertisement
আবু শাহাদৎ মো. শরীফ তার নামীয় স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, বিও হিসাবসমূহ এবং তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের নামীয় ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরে টাকা উদ্ধার দুরূহ হয়ে পড়বে।
এজন্য, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাবসমূহ এবং বিও হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।
এমআইএন/এমআরএম/জিকেএস
Advertisement