দেশজুড়ে

সিআইপি ওবাইদুল হককে সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ (সিআইপি) নির্বাচিত হওয়ায় ওবাইদুল হক চৌধুরী এবার নিজ জন্মস্থানে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন।

Advertisement

১৫ মার্চ ওবাইদুল হক চৌধুরীর বাবা ‘আবদুর রহিম চৌধুরী’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫নং বরমা ইউনিয়নের গরীব দুঃখী মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে ওবাইদুল হককে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মিজানুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার, সাংবাদিক মুনির চৌধুরী। চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আনিছুর রহমান চৌধুরী, হেলাল চৌধুরী, শামীম খাঁন, আবদুল আউয়াল চৌধুরী, মাহামুদুল হক চৌধুরী, আবদুল আহাদ চৌধুরী, সাঈফ আল আদেল চৌধুরী, মো. রিয়াদ, ইমরান মাহমুদ সুজন, মেজবাহউদ্দীন চৌধুরী মিটু ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।

বরমা ইউনিয়নের প্রায় পাঁচশতেরও বেশি পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়, এলাকাবাসীর অভ্যর্থনায় সিক্ত হয়ে ওবাইদুল হক চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন যাবত শহরে বসবাস করলেও এই এলাকা আমার জন্মস্থান, এই এলাকার মানুষ আমার প্রাণের স্পন্দন। আমার শেকড় এই গ্রামের আলো বাতাসে বড় হয়ে এটাকে কখনো ভুলতে পারব না। তিনি বলেন, আমার মরহুম বাবার প্রতি এলাকার মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা এখনো রয়েছে সে দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের জন্য আজীবন কাজ করে যাব।

Advertisement

এমআরএম/জিকেএস