ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আমজাদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
Advertisement
রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী ওই গ্রামের মৃত মোগল আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ আলীর ছোট ভাই আহম্মেদ আলী। আহম্মেদ আলীর দুই ছেলে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার এই বিষয় নিয়ে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। ইফতারের পর ভাতিজা আব্দুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করতে যান বৃদ্ধ আমজাদ আলী এবং বিরোধ মিটিয়ে ফেলতে বলেন। এসময় উত্তেজিত হয়ে আব্দুল রহমান তার শ্যালক রুবেল, কালা মিয়া, স্ত্রী নুরজাহান ও বোন সুমাকে নিয়ে বৃদ্ধ আমজাদ আলীকে পিটিয়ে আহত করেন।
আরও পড়ুনগলাচিপার ইউএনওর ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক, আইডি হ্যাকের দাবি কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১৫আহত আমজাদ আলীকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদ আলীকে মৃত ঘোষণা করেন।
Advertisement
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, চাচাকে ভাতিজা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আবুল হাসনাত মো. রাফি/কেএসআর