চাঁদপুরে চার মোটরসাইকেল আরোহীকে ২৮ হাজার টাকা জরিমানা ও ছয়টি গাড়ি জব্দ করা হয়। রোববার (১৬ মার্চ) দিনভর মতলব ও ফরিদগঞ্জ থেকে এসব জব্দ করা হয়।
Advertisement
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, যৌথ বাহিনীর নেতৃত্বে জেলার মতলব দক্ষিণ উপজেলায় মতলব দক্ষিণ হতে গৌরিপুর এলাকার রাস্তায় এবং ফরিদগঞ্জ বাজার এলাকার চেকপোস্ট বসায় যৌথবাহিনী।
অভিযানে ১১৫টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকায় চার মোটরসাইকেল আরোহীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ছয়টি গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব ধরনের অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
Advertisement
শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম