ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ছেড়ে গ্রামের বাড়িতে উৎসব পালন করতে যান অনেকেই। তাই শহরের বাসা থেকে বের হওয়ার আগে কিছু জরুরি কাজ করতে হয়। আসুন জেনে নিই সেই সম্পর্কে-
Advertisement
বাসা থেকে বের হওয়ার আগে করণীয়->> ঘরের বিদ্যুতের সুইচগুলো অন থাকলে অফ করে দেওয়া।>> সবগুলো জানালা ভালোভাবে আটকে দেওয়া।>> বেলকনি বাগানের গাছে পর্যাপ্ত পানি দিয়ে যাওয়া।>> বাড়ি, অফিস, সব ধরনের প্রতিষ্ঠানের টয়লেটের কমোড ঢেকে দেওয়া।>> রেফ্রিজারেটরের পানি ফেলে শুকিয়ে রেখে যেতে হবে।>> ওয়াইফাই ও কম্পিউটারের সংযোগ বন্ধ করে যাবেন।>> নগদ অর্থসহ গহনা থাকলে অবশ্যই নিরাপদ কোনো স্থানে রেখে যাবেন।
আরও পড়ুনভ্রমণে হৃদয় হরণ করা খাবারমহামায়ার অনবদ্য সৌন্দর্যে একদিন>> এয়ার কন্ডিশনারের পাইপের পানি পরিষ্কার করে রেখে যেতে হবে।>> সব ধরনের পাত্রের পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রাখতে হবে।>> পানির ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে রেখে যেতে হবে।>> বাড়িতে নেওয়ার ব্যাগপত্র গুছিয়ে দরজার কাছে রাখতে হবে।>> রান্নাঘর বা টয়লেটের পানির কল ভালোভাবে বন্ধ করে দেওয়া।>> গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ করে যেতে হবে।>> গ্যাসের লাইন এবং মিটার ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে।>> প্রতিটি ঘর গুছিয়ে রাখুন ও ময়লা-আবর্জনা পরিষ্কার করুন।>> বের হওয়ার সময় প্রধান দরজা ভালোভাবে তালাবন্ধ করতে হবে।>> বাসা ছাড়ার আগে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে যেতে ভুলবেন না।
তালাবন্ধ করার পর ঘরের প্রয়োজনীয় চাবি অবশ্যই সঙ্গে নেবেন। আপনার ঈদযাত্রা শুভ হোক। ঈদ শেষে সুস্থ শরীর ও ফুরফুরে মনে ফিরে আসুন নিজের ঘরে।
Advertisement
এসইউ/জেআইএম