স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড়ে অ্যাতলেতিকো মাদ্রিদের টিকে থাকার লড়াই আজ রোববার। প্রতিপক্ষও ভীষণ শক্তিশালী, বার্সেলোনা। রাত ২টায় শুরু হতে যাওয়া ম্যাচে হেরে গেলে লা লিগার শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও রয়েছে টেবিলের তিনে থাকা অ্যাতলেতিকোর।
Advertisement
বর্তমানে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম, ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান দখলে রেখেছে বার্সা। ২৭ ম্যাচে অ্যাতলেতিকোর পয়েন্ট ৫৬।
রাতে অ্যাতলেতিকোর ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে জিতে গেলে টেবিলের শীর্ষে চলে যাবে বার্সেলোনা। পয়েন্টে সমতা থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রিয়ালকে টপকে যাবে হানসি ফ্লিকের দল। আর অ্যাতলেতিকোর সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান হবে ৪।
অন্যদিকে অ্যাতলেতিকোর রয়েছে দুইয়ে ওঠার সুযোগ। মাদ্রিদের দলটি জিতে গেলে তাদের পয়েন্ট হবে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এক পয়েন্ট কম, ৫৯।
Advertisement
হাইভোল্টেজ এই ম্যাচে মানসিক ও শারীরিকভাবে এগিয়ে থাকছে বার্সা। গেল মঙ্গলাবার পর্তুগালের ক্লাব বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্লিকের দল। যে কারণে বর্তমানে ফুরফুরে ও আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে বার্সা। অন্যদিকে গেল বুধবার রাতে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে অ্যাতলেতিকোকে।
অর্থাৎ অ্যাতলেতিকোর চেয়ে একদিন বেশি বিশ্রামের সুযোগ পেয়েছে বার্সা। সে হিসেবে সেমিওনের দল কিছুটা হলেও বার্সার চেয়ে বেশি ক্লান্ত।
তবে পরিসংখ্যানের হিসেবে অ্যাতলেতিকো ম্যাচটি বার্সার জন্য বেশ চ্যালেঞ্জিং। ২০ দিন আগে (২৫ ফেব্রুয়ারি) কোপা ডেল রে-তে সেমিফাইনালের প্রথম লেগে বার্সাকে ৪-৪ গোলে রুখে দিয়েছিল অ্যাতলেতিকো।
চলতি মৌসুমে লা লিগায় গেল বছরের ২২ ডিসেম্বর প্রথমবার অ্যাতলেতিকোর মুখোমুখি হয়েছিল বার্সা। ওই ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারায় অ্যাতলেতিকো। অর্থাৎ এই মৌসুমে এখনো অ্যাতলেতিকোকে হারাতে পারেনি বার্সা। আজ রাতে কী হয়, সেটিই এখন দেখার।
Advertisement
এমএইচ/