ঠাকুরগাঁওয়ে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি চাচা-চাচি ও চাচাতো দুই ভাই।
Advertisement
রোববার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার রুহিয়া থানা এলাকার পাটিয়াডাঙ্গী বাজারের খড়িবাড়ি হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চাচা আব্দুল জলিল, চাচি পারুল বেগম, চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিক ও ইউনুস আলী।
আহত আব্দুল জলিল বলেন, গতকাল রাতে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বাড়িতে ভাড়া করা লোক দিয়ে হামলা করা হয়েছিল। এরমধ্যে ছোট ভাইয়ে স্ত্রী তার ভাইয়ের ছেলে এনে আমার বড় ছেলেকে মারধর করে। পরদিন সকালে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। আমার ছোট ভাইয়ের ছেলেকে শাসন করি। লাঠি দিয়ে মারি। এরই মধ্যে আমার আরেক ভাতিজা সাদেকুল ইসলাম ছুরি দিয়ে আমাদের আঘাত করে।
Advertisement
ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, ছুরিকাঘাতে আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেছি। তাদের শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন আছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম নাজমুল হুদা বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয়রা একজনকে আটক করেছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
তানভীর হাসান তানু/জেডএইচ/জিকেএস
Advertisement