নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ শেষ হওয়া ২৫০ হাফেজকে সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম।
Advertisement
শিবিরের নওগাঁ জেলা সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম আবু সায়েম, শিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাকিব, মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, এখন পর্যন্ত একসঙ্গে এতো হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের।
অনুষ্ঠানে শহিদুল ইসলাম বলেন, ইসলামের চারজন খলিফা হাফেজ ছিলেন। সমাজে ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কুরআনের হাফেজরা। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।
Advertisement
শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন কুরআনের হাফেজরা। কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। পূর্বের আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে।
আরমান হোসেন রুমন/আরএইচ/জিকেএস