আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনি নিহত

গাজার উত্তরে বাইত লাহিয়া এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন সাংবাদিক রয়েছেন। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শনিবার (১৫ মার্চ) একটি ত্রাণ সহায়তা দলের ওপর এই চালানো হয়, যাদের সঙ্গে সাংবাদিক ও আলোকচিত্রীরা ছিলেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় সাংবাদিক রয়েছেন।

ফিলিস্তিনি সাংবাদিকদের সুরক্ষা কেন্দ্র এক বিবৃতিতে জানায়, সাংবাদিকরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের শিকার ফিলিস্তিনিদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম নথিভুক্ত করছিলেন।

আরও পড়ুন>>

Advertisement

গাজায় এক মাসেই ৭ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশ ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিক নিহত, অধিকাংশই ইসরায়েলের হাতে

সংস্থাটি গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলে, তারা যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করেন, যাতে তিনি সমঝোতার ভিত্তিতে বন্দিবিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হন।

হামলায় নিন্দার ঝড়

গাজার দক্ষিণে খান ইউনুস থেকে আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম জানিয়েছেন, জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান গাজার জনগণের সহায়তায় কার্যক্রম বাড়িয়েছে, বিশেষ করে রমজান মাস উপলক্ষে।

তিনি জানান, বাইত লাহিয়ার এ হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে। তবে এটি প্রথম হামলা নয়। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোনগুলোকে নিয়মিত চক্কর দিতে দেখা যাচ্ছে। রাফাহ শহরে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন যে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি হামলার শিকার হয়েছেন।

হামাস বাইত লাহিয়ার হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ আখ্যায়িত করে এক বিবৃতিতে জানায়, এটি আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও আগ্রাসনের ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক আইন ও চুক্তিগুলোর প্রতি তাদের চরম অবজ্ঞার প্রতিফলন।’

Advertisement

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা বাইত লাহিয়ায় ‘দুজন সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু’ করেছিল, যারা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করা একটি ড্রোন পরিচালনা করছিল। পরে, আরও কিছু ‘সন্ত্রাসী’ ড্রোনের সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে ওঠে। ইসরায়েলি বাহিনী তখন তাদের লক্ষ্য করে হামলা চালায়।

তবে ইসরায়েলের এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৪৮ হাজার ৫৪৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১ হাজার ৯৮১ জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের হিসাব অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: আল-জাজিরাকেএএ/