দেশজুড়ে

রাজশাহীর নিউমার্কেটে আগুন

রাজশাহীর নিউমার্কেটের কাচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

এতে অন্তত ৭-৮ টি মুদি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে নিউমার্কেটের ভেতরের কয়েকটি দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

Advertisement

সাখাওয়াত হোসেন/এমএন/এমএস