রাজনীতি

কুরআনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে দেশে শান্তি ফেরানো সম্ভব

চট্টগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হলে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের শিক্ষা গ্রহণ করে যদি সমাজ পরিচালনা করা যায়, তবে সমাজে কোনো ধরনে বৈষম্য থাকবে না। তাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ, সচিবালয়সহ সর্বক্ষেত্রে কোরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Advertisement

শুক্রবার (১৪ মার্চ) নগরীর আইনজীবী সমিতি মিলনায়তনে প্রকৌশলীদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) চট্টগ্রাম মহানগরী আয়োজিত ইফতার মাহফিল এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এফডিইবি চট্টগ্রাম মহানগরী সভাপতি রুহুল আমীন ভূইয়াঁর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহম্মেদ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার।

আরও পড়ুন

Advertisement

অতি উদার হইতে যাইয়েন না, এত সুশীলতা ভালো না নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করুন: সালাহউদ্দিন ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে: ফখরুল

তিনি বলেন, আল-কুরআন হলো বিশ্ব মানবতার জন্য উচ্চ মানের গাইডলাইন। আল-কুরআনের মর্যাদা সবচেয়ে বেশি। রামাদানের শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র দুর্নীতিমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এফডিইবির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুর সাত্তার শাহ বলেন, প্রকৌশলীদের নৈতিকভাবে সমৃদ্ধ করা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যে প্রকৌশলী সমাজকে আরও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি আবুল কালাম মিঞা, সাবেক সেক্রেটারি প্রকৌশলী মাহাবুবুল হাসান রুমি, ফোরামের অর্থ সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান, সিডিএ'র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ওসমান গনি, সিটি করপোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী, ফোরামের মহানগরী অফিস সম্পাদক কে এম ইসহাক, প্রকৌশলী মিজবাহ উদ্দিন, প্রকৌশলী মাইনুদ্দীন হাসান জীবন উপস্থিত ছিলেন।

এমডিআইএইচ/এমআরএম/এমএস

Advertisement