দেশজুড়ে

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় এক কিশোরকে (১৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনা বেড়া পৌরসভার শাহাপাড়া গ্রামের মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এর আগে রোববার (৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়রা অর্থদণ্ডের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরের বাড়িতে শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে। সেখানে তার মা শিশুদের দেখাশোনা করেন। ৯ মার্চ সকাল ১০টার দিকে ভুক্তভোগী শিশু ওই বাড়িতে যায়। কিন্তু বাড়িতে মা-বাবা না থাকায় ওই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে সব জানায়। শিশুটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসক রাসনা শারমিন জাগো নিউজকে বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। এসব কারণে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে আগের তুলনায় এখন ভালো আছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে বলেন, এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। এরপর ডিবি পুলিশ পাবনা থেকে ওই কিশোরকে গ্রেফতার করেছে।

Advertisement

এম এ মালেক/এমএন/এএসএম