কোনো কোনো ব্যবসায়ীর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের ‘আর্থিক’ সম্পর্কের সংবাদ কেন গণমাধ্যমে উঠে আসে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
Advertisement
তিনি বলেন, কোনো কোনো ব্যবসায়ীর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে… আছে, কখনো ১৫/১৬ কোটি, কখনো ১০০ কোটি টাকার কথা কেন শুনি আমরা? কেন আপনারা লেখেন না এই কথা?
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে তিনি এই প্রশ্ন তোলেন।
মির্জা আব্বাস বলেন, আমি বলতে চাই, আপনাদের সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক অনেক অনেক। নিজেকে ছোট সাংবাদিক ভাববেন না, সাংবাদিক হতে পারেন কিন্তু আপনার কলমের কালিটা কিন্তু অনেক দামি। একজন কবি বলে গেছেন, অসির চাইতে মসির জোর অনেক।
Advertisement
আরও পড়ুন
ডিআরইউয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘অর্থাৎ আপনাদের লেখা, আমাদের বলা, আপনাদের কথার জন্য জাতির অনেক লাভ হবে। উল্টোভাবে অনেক ক্ষতিও হয়ে যেতে পারে।’
সাংবাদিকদের সত্য প্রকাশের পেশাগতভাবে আন্তরিক ও সৎ হওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।
এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, আমরা দোয়া করি এই মেয়েটিকে আল্লাহ তা’আলা জান্নাত দেন এবং তার আপনজনকে আল্লাহ প্রশান্তি দান করেন। দেশবাসী এই ঘটনায় কষ্ট পেয়েছে। দেশবাসীকে এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এক ও অভিন্ন হওয়ার তওফিক আল্লাহ দান করুন। এই ক্ষেত্রে নিশ্চয়ই মিডিয়ার বড় ভূমিকা থাকবে, আমি সেই ভূমিকা প্রত্যাশা করি।
Advertisement
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আখন, সাধারণ সম্পাদক মাইনুল হাসানসহ ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ইউনিটির কর্মকর্তা এবং নবীন-প্রবীণ রিপোর্টাররা উপস্থিত ছিলেন।
কেএইচ/ইএ