বিনোদন

‘সে বাঁচিয়াছে, আমাদের মারিয়া গিয়াছে’, ক্ষুব্ধ তারকারা

মাগুরায় নির্যাতিত সেই শিশুটি বাঁচানো গেল না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অনন্তের পথে যাত্রা করেছে শিশুটি। দেশের মানুষ এমন ‍মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকাদেরকেও এ শোক স্পর্শ করেছে। সবাই তাদের ফেসবুকে জানাচ্ছেন প্রতিক্রিয়া।

Advertisement

নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, ‘বেহেশতের ফুল “আছিয়া” বেহেশতে চলে গেছে আলহামদুলিল্লাহ।’

অভিনেতা রওনক হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘আছিয়া মরিয়া প্রমাণ করিলো সে মরে নাই! সে বাঁচিয়াছে! আর আমাদের মারিয়া গিয়াছে।’

শিশুটিকে নিয়ে নিজের ফেসবুকে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন, ভগ্নিহীন, কন‍্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক।’

Advertisement

শিশুটিকে নিয়ে নিজের ফেসবুকে সংগীতশিল্পী ও অভি নেত্রী পারশা মাহজাবীন পূর্ণি লিখেছেন, ‘মরে গিয়ে বেঁচে গেল।’ অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন। তার সোশ্যাল মিডিয়ায় শুধু লিখেছেন, ‘আছিয়া।’সঙ্গে দিয়েছেন হৃদয় ভাঙার ইমোজি।

সংগীতশিল্পী প্রবর রিপন তার ফেসবুকে লিখেছেন, ‘হে রাষ্ট্র, আছিয়ার মৃত্যুর জন্য আমার মৃত্যুদণ্ড দাও।’

অভিনেতা ফারহান আহমেদ জোভান তার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’অন্যদিকে দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আল্লাহ আপনি বিচার কইরেন।’

আরও পড়ুন:ধর্ষণের বিচার চেয়ে রাস্তায় শিল্পীরা৭ মাস পর আলামিনের লাশ তুলে কী লাভ, প্রশ্ন তানজিন তিশার

আজ (১৩ মার্চ) বেলা ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি শেষ নিশ্বাস ত্যাগ করে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিসও করা হচ্ছিল। তাছাড়া, তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পর্ষদ গঠন করা হয়েছিল।

Advertisement

সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তাদের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল, এতে বলা হয়, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটজনক। তার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

এমএমএফ/জেআইএম