খেলাধুলা

মাহমুদউল্লাহ কি সঠিক সময় অবসর নিয়েছেন?

মুশফিকুর রহিমের সঙ্গে সঙ্গেই অবসরের ঘোষণা দিয়ে বসতে পারতেন। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ তা করেননি। যে কারণে মনে হচ্ছিল, দেশের ক্রিকেটের মিডল অর্ডার ব্যাটিং স্তম্ভ সবার কাছ থেকে বিদায় নিয়ে মাঠ থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

Advertisement

কিন্তু না, গতকাল বুধবার (১২ মার্চ) রাতে হঠাৎ ফেসবুকে পোস্ট দিয়ে মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন, ঢের হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে আর নয়। জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে আর নয়। এবার প্যাড, ব্যাট, হেলমেট, ক্যাপ তুলে রাখার সময় হয়েছে।

মাহমুদউল্লাহর এ সিদ্ধান্তকে কীভাবে দেখছেন বিসিবির শীর্ষ কর্তারা? বিসিবি পরিচালক ও মাহমুদউল্লাহ গুরু নাজমুল আবেদীন ফাহিম মনে করছেন, মাহমুদউল্লাহ বুঝেশুনে সঠিক ও সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপে মাহমুদউল্লাহর অবসর সম্পর্কে ফাহিম বলেন, ‘সঠিক ডিসিশন বলতেই হবে। যেহেতু ও (মাহমুদউল্লাহ) অনেক ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে এটি খুবই ভালো সিদ্ধান্ত।’ ফাহিম বোঝানোর চেষ্টা করেছেন, মাহমুদউল্লাহ নিশ্চয়ই বয়স, শারীরিক ফিটনেস ও ফর্ম- সব কিছুকেই বিবেচনায় এনে সিদ্ধান্তটি নিয়েছেন।

Advertisement

নিশ্চয়ই তিনি অনুভব করেছেন, জাতীয় দল আগামীতে নতুন পথে চলার সিদ্ধান্ত নিবে। সেই পথে হাঁটতে হলে অনেক কিছুই দরকার। যা তার ৩৯ বছর বয়স হয়তো নিতে পারবে না। কিংবা পারলেও হয়তো বছর খানেকের বেশি সময় তার পক্ষে আর আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব হবে না। এসব ভেবেই হয়তো মাহমুদউল্লাহ জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফাহিমের ব্যাখ্যা, ও (মাহমুদউল্লাহ) নিশ্চয়ই অনুভব করে, ক্রিকেট বোর্ড আগামী দিনের পথচলায় একটা নতুন ছক কষবে এবং নতুন পথে হাঁটবে। তার এখন যে বয়স আর যে দীর্ঘ পথ তার সঙ্গী, সে পথ পাড়ি দিয়ে সামনে এগিয়ে যাওয়া সহজ হবে না। তাই হয়তো সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

এমএইচ/জিকেএস