ইউক্রেন রাজি হওয়ার পর এবার যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এরই মধ্যে ইতিবাচক বার্তা পেয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি। খবর বিবিসির।
Advertisement
যদিও এরপর নিজেই স্বীকার করেছেন যে, বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এ ধরনের ইতিবাচক বার্তার কোনো মূল্য নেই। বুধবার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইতিবাচক বার্তার কোনো মানে হয় না। এটি খুবই গুরুতর একটি পরিস্থিতি।
এমন এক সময় প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বললেন যার একদিন আগে সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। দীর্ঘ আলোচনার পর ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা যায়।
ওই আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে এক মন্তব্যে তিনি বলেন, ‘বল এবার রাশিয়ার কোর্টে’।
Advertisement
যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শিগগির একটি প্রস্তাব মস্কোতে পাঠানো হবে বলেও তখন জানিয়েছিলেন রুবিও। জেদ্দায় অনুষ্ঠিত মঙ্গলবারের বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কিও বলেছেন যে, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়াকে রাজি করানো এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব।
এদিকে ক্রেমলিন জানিয়েছে যে, তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি ভেবে দেখছে। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলতে পারেন বলেও জানানো হয়েছে। অন্যদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই ইউক্রেন যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে।
বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্ক অঞ্চলের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন বলেও ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাশিয়াকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্র যে প্রতিনিধি দলটি পাঠাচ্ছে, সেখানে ঠিক কারা কারা আছেন সেটি অবশ্য স্পষ্ট করেননি ট্রাম্প। তবে হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এরই মধ্যে বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।
Advertisement
চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউজের ঘনিষ্ট একটি সূত্র বিবিসিকে জানিয়েছিল যে, জেদ্দায় আলোচনা শেষে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে মস্কোয় যেতে পারেন। বুধবার হোয়াইট হাউজের ব্রিফিংয়েও প্রস্তাব পাঠানোর বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য আমরা রুশদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা শান্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছি। ক্রেমলিনের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি বিশদভাবে পর্যালোচনা করে দেখছেন।
আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের হামলা, একরাতেই ৭৭ ড্রোন ভূপাতিত ট্রাম্পের শুল্কের জবাবে কানাডায় মার্কিন পণ্য বয়কটের হিড়িক ট্রাম্পের শুল্ক নিয়ে এশিয়ার সংযত প্রতিক্রিয়া, পাল্টা ব্যবস্থা ইউরোপেরযুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হবে কি না, বিষয়টি আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে জানান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
টিটিএন