খেলাধুলা

মাহমুদউল্লাহর বিদায়ে যা বললেন সতীর্থরা

বিপদের বন্ধু মাহমুদউল্লাহ রিয়াদ। দল যখনই কঠিন বিপর্যয়ে, তখন ব্যাটিংয়ে নেমে হাল ধরেছেন অহরহ। দলকে নীরবে একটা জায়গায় পৌঁছে দিয়ে এরপর প্রয়োজন হলে হাত খুলে চার-ছক্কাও হাঁকিয়েছেন।

Advertisement

মাহমুদউল্লাহর এমন ভূমিকার জন্য তাকে ডাকা হয় ‘সাইলেন্ট কিলার’। ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে ‘খুন’ করতে যার জুড়ি নেই। সেই মাহমুদউল্লাহকে আর দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে ১৮ বছরের ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ। তার হঠাৎ অবসরে হৃদয় ভেঙেছে সতীর্থদের।

মাহমুদউল্লাহকে তার অবদানের জন্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক সতীর্থরা। বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘বিশ্ব মঞ্চে বাংলাদেশ ক্রিকেটে অবদানের জন্য রিয়াদ ভাই আপনাকে ধন্যবাদ। ড্রেসিংরুমে আপনাকে অবশ্যই মিস করব এবং মাঠে ও মাঠের বাইরে আপনার কর্মকাণ্ড থেকে অনুপ্রেরণা নেব। আপনি আমাদের অনেককে অনুপ্রাণিত করেছেন এবং অনেক দিন ধরে তা করে যাবেন...। আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা...।’

Advertisement

মাহমুদউল্লাহর ভায়রা ভাই ও জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম লিখেছেন, ‘এত বছর ধরে আপনার সাথে এই মাঠ ভাগাভাগি করে নিতে পারা সত্যিই সম্মানের। আপনার দিকনিদের্শনা এবং একসঙ্গে আমাদের যে অগণিত স্মৃতি রয়েছে; সেসবের জন্য ধন্যবাদ। জাতির জন্য আপনি যা অর্জন করেছেন, তাতে আমি সত্যিই ভীষণ গর্বিত। মাশাআল্লাহ, আপনার প্রাপ্য অবসর উপভোগ করুন, রিয়াদ ভাই।’

জাতীয় দলের বাইরে থাকা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল লিখেছেন, ‘রিয়াদ ভাই, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পূর্ণ করার জন্য অভিনন্দন। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে এবং মাঠের বাইরে আমাদের অনেকের অনুপ্রেরণা। ড্রেসিংরুমে আমাদের ভাগাভাগি করা স্মৃতিগুলো লালন করব। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলির জন্য শুভকামনা...।’

জাতীয় দলের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় শুভকামনা জানাতে গিয়ে তুলে এনেছেন ‘পেইন কিলার’ প্রসঙ্গ। তিনি লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিল ‘পেইন-কিলার’। এমন অনেক ম্যাচ আছে, যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সব সময় ছিলেন, অবসরজীবনের জন্য শুভকামনা।’

Advertisement

তাসকিন আহমেদ ‘রেসপেক্ট’ ও ‘লিজেন্ড’ ট্যাগ যুক্ত করে লিখেছেন, ‘আজ বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি বিদায় জানালেন। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আপনার সাথে মাঠে সময় কাটানোটা ছিল এক পরম সম্মানের। আপনার শান্ত উপস্থিতি, ম্যাচজয়ী পারফরম্যান্স এবং নেতৃত্ব কখনোই ভোলা যাবে না। আপনি আমার মতো একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। জীবনের এই নতুন অধ্যায়ে আপনার জন্য শুভকামনা। শুভ অবসর, রিয়াদ ভাই!’

মাহমুদউল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন প্রায় এক দশক তার সঙ্গে খেলা লিটন দাস-সৌম্য সরকারও। লিটন লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, আপনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আপনার অধিনায়কত্বে খেলা এবং ড্রেসিংরুম ভাগাভাগি করা আমার জন্য এবং আমার বিশ্বাস আমাদের অনেকের জন্যই সৌভাগ্যের ছিল। অবসর-পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’

আর সৌম্য লিখেছেন, ‘প্যাশন, নিষ্ঠা এবং অবিস্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রতিটি রান, প্রতিটি উইকেট এবং স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি।’

জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে আপনার অসাধারণ প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। শৈশবে ক্রিকেটে দেখা আপনার অসাধারণ সব মুহূর্তই আমার বর্তমানে ক্রিকেটার পরিচয়ের পেছনের অন্যতম অনুপ্রেরণা। পরামর্শ দিয়ে পাশে থাকা, ছোটভাইয়ের মতো সবসময় আমাকে আগলে রাখা, আদর, যত্ন-সবকিছুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার পরবর্তী অধ্যায় হোক আরো দুর্দান্ত...।’

বাঁহাতি পেসার শরীফুল ইসলাম লিখেছেন, ‘শুভ অবসর মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। আপনাকে জাতীয় দলে অনেক মিস করবো। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’ আর লেগ স্পিনার রিশাদ হোসেন লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একটি যুগের সমাপ্তি।’

এমএমআর/এএসএম