ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর জন্য নতুন সড়ক নির্মাণ করতে গিয়ে আমাজন বনের বিশাল অংশ কেটে ফেলা হয়েছে। সরকারের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যবিরোধী বলে তুমুল সমালোচনার মুখে পড়েছে।
Advertisement
আমাজন বনের বিশাল অংশ কার্বন শোষণ ও অনন্য জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এই সড়ক তাদের জীবিকা নষ্ট করছে। আর সংরক্ষণবাদীরা বলছেন, এটি বন্যপ্রাণীদের জন্য হুমকিস্বরূপ হবে।
বনের মাঝে নতুন মহাসড়কউত্তর ব্রাজিলের আমাজন শহর বেলেমে কপ৩০ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আট মাইল দীর্ঘ, চার লেনবিশিষ্ট এই মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। সম্মেলনে প্রায় ৫০ হাজার প্রতিনিধি আসবেন বলে আশা করা হচ্ছে। শহরের যানজট কমানোর লক্ষ্যে এই সড়ক তৈরি হলেও এর ফলে কয়েক হাজার একর বন উজাড় হয়ে গেছে।
আরও পড়ুন>>
Advertisement
এমনকি এই সড়কের একটি অংশ সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে যাবে, যেখানে প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদ ও ছত্রাক রয়েছে।
সরকারের ব্যাখ্যাএই সড়ক নির্মাণ প্রকল্পটি প্রায় এক দশক আগে প্যারাআ রাজ্য সরকার অনুমোদন করলেও পরিবেশগত প্রভাবের কারণে এটি বিলম্বিত হয়েছিল। তবে গত জুন মাসে এর নির্মাণকাজ শুরু হয়।
কপ৩০-এর জন্য বেলেমে আরও ৩০টির মতো উন্নয়ন প্রকল্প চলছে, যার মধ্যে নতুন হোটেল নির্মাণ, বিমানবন্দর সম্প্রসারণ ও বন্দর পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে, যাতে ক্রুজ জাহাজ ভিড়তে পারে।
সরকারের দাবি, সড়কটি পরিবেশবান্ধব উপায়ে তৈরি হচ্ছে। রাজ্যের অবকাঠামো সচিব অ্যাডলার সিলভেইরা জানিয়েছেন, সড়কের পাশে সাইকেল লেন থাকবে এবং বন্যপ্রাণীদের পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। এছাড়া, এটি সৌরশক্তিচালিত বাতি দিয়ে আলোকিত করা হবে।
Advertisement
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, এটি আমাজনে আয়োজিত কপ, আমাজন সম্পর্কে কপ নয়।
এর আগেও জলবায়ু সম্মেলনের আয়োজন নিয়ে বিতর্ক হয়েছে। ২০২৩ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯-এ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও পরিবেশ সংরক্ষণের আলোচনা হওয়ায় সমালোচনা হয়।
এছাড়া, বিশ্বজুড়ে থেকে অংশগ্রহণকারীদের ফ্লাইটে আসা-যাওয়ার ফলে যে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তা নিয়েও নিয়মিত বিতর্ক চলে আসছে।
সূত্র: দ্য টেলিগ্রাফকেএএ/