বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (১৩ জুলাই) রাতভর ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বহু এলাকা। এতে রাস্তায় আটকে পড়েছে অসংখ্য গাড়ি, বন্ধ হয়ে গেছে সাবওয়ে লাইন, কিছু এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং আশপাশের রাজ্যগুলোতে জারি করা হয়েছে আকস্মিক বন্যার সতর্কতা ও সতর্কবার্তা।
ভারতে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় তিন শিক্ষক গ্রেফতার
Advertisement
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষকের একজন হলেন নরেন্দ্র। তিনি পদার্থবিদ্যা পড়ান। অপরজন সন্দ্বীপ। তিনি জীববিজ্ঞান পড়ান। আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান। তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। যেখানে ভুক্তভোগী ছাত্রী পড়াশোনা করেন।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান, নিহত ৬
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা বর্ষণে অন্তত ছয়জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) ব্যাপক বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
সিরিয়া-লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল
Advertisement
সিরিয়া এবং লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জানিয়েছে, দেশটির সুয়াইদায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। যারা গত কয়েক মাস ধরে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ায় আক্রমণ চালিয়ে আসছে।
ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে ৫০ দিন সময় দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়াকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বলেছেন। অন্যথায় মস্কোকে ব্যাপক নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তিনি ন্যাটোর মাধ্যমে কিয়েভে নতুন অস্ত্র সরবরাহের পরিকল্পনাও তুলে ধরেন।
ট্রাম্পের হুমকিতেও স্বস্তিতে রাশিয়া, শেয়ারের দর বেড়েছে ২.৭ শতাংশ
রাশিয়ার ওপর নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হলে রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতায়ও আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর মস্কো স্টক এক্সচেঞ্জ কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল? দেখা গেছে সেখানে শেয়ারের দরপতনের বদলে গড়ে ২.৭ শতাংশ বেড়েছে। এর কারণ হলো, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আরও কঠোর নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত ছিল রাশিয়া।
পাবলিক স্কুলে সহায়তা বন্ধ: ট্রাম্পের বিরুদ্ধে ২০ রাজ্যের মামলা
যুক্তরাষ্ট্রে শিক্ষা সহায়তার একাধিক গুরুত্বপূর্ণ তহবিল স্থগিত করে দেওয়ায় ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে ২০টিরও বেশি রাজ্য। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে সবচেয়ে বড় আঘাত এসেছে আফটার-স্কুল ও গ্রীষ্মকালীন শিক্ষা কর্মসূচিতে, যার ওপর ভরসা করে প্রতিদিন প্রায় ১৪ লাখ শিশু-কিশোর অংশ নিচ্ছিল শিক্ষামূলক কার্যক্রমে।
বয়স ১০০ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকতে চান পল বিয়া
ক্যামেরুনের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া আরও একবার রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চান এবং সেটা হলে তিনি শতবর্ষে পা রাখার আগ পর্যন্ত দেশ শাসন করবেন। গত ৪৩ বছর ধরে মধ্য আফ্রিকার এই দেশটি একক কর্তৃত্বে শাসন করে আসা বিয়া সম্প্রতি এক ঘোষণায় জানান, তিনি অক্টোবরের আসন্ন নির্বাচনে ফের প্রার্থী হবেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না, একদিনে নিহত আরও ৭৮
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চলছেই। বেশ কিছু চিকিৎসা সূত্রের খবর অনুযায়ী, অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নরওয়ে-সুইডেন-ডেনমার্কে মাস্টার্স করতে গিয়ে চাকরি খুঁজবেন যেভাবে
সংক্ষিপ্ত পরামর্শ- আগেই গবেষণা করুন। যে দেশে যেতে চান, সে দেশের আইনি কাঠামো ও বাজার সম্পর্কে ভালোভাবে জানুন। একটি ভালো সিভি ও কভার লেটার তৈরি করুন (দেশভেদে আলাদা ফরম্যাট হতে পারে)। আপনার ক্লাস শিডিউলের সঙ্গে মিল রেখে কাজের সময় ঠিক করুন। ইংরেজি দক্ষতা ঝালাই করে নিন, পারলে স্থানীয় ভাষাও শিখুন। ক্যারিয়ার অফিস ও মেন্টরদের সহায়তা নিন। নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন- টাকা, অভিজ্ঞতা না ক্যারিয়ার।
এসএএইচ/এএসএম