জাতীয়

১৮ এপ্রিলের মধ্যে হজযাত্রী প্রতিস্থাপন শেষ করতে হবে

আগামী ১৮ এপ্রিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম শেষ করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হজ এজেন্সিগুলোর মালিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

Advertisement

চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা বা মৃত্যুজনিত কারণে হজে গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ এর বিধি ১৩ অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।

আরও পড়ুনওমরাহ যাত্রীদের জন্য সৌদির বিশেষ নির্দেশনাপ্রযুক্তির সুযোগ-সুবিধার আওতায় আসছেন হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের দাম কমালো বিমান জমজমের পানি পানে নতুন নির্দেশনা দিলো সৌদি আরব

তবে হজযাত্রীকে না জানিয়ে বা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে হজ পরিচালককে জানাতে হবে।

Advertisement

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আরএমএম/ইএ/জেআইএম