খেলাধুলা

আইসিসি ভারতীয় বোর্ডের মতোই কাজ করছে, বললেন ক্যারিবিয়ান কিংবদন্তি

নতুন করে ভারতকে তিরস্কার করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি রবার্টস। একইসঙ্গে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও প্রশ্নের মুখোমুখি করেছেন সাবেক ক্যারিবিয়ান পেসার।

Advertisement

রবার্টসের দাবি, ভারতকে বেশি সুবিধা দিচ্ছে আইসিসি। ভারতের প্রতি গলে যাওয়ার রীতি অতিদ্রুত সরে আসতে হবে আইসিসির গভর্নিং বডিকে। নিশ্চিত করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সবগুলো ম্যাচ খেলেছে দুবাইয়ে। অন্য দলগুলোকে বিভিন্ন ভেন্যুতে সফর করতে হয়েছে। একই ভেন্যুতে খেলা ও হোটেল পরিবর্তন না করায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করে আসছিল দলগুলো।

এমনকি ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত বাড়তি সুবিধা পেয়েছে বলে দাবি করেছেন রবার্টস।

Advertisement

ভারতীয় ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মিড-ডে কে রবার্টস বলেন, কিছু একটা পরিবর্তন হওয়া দরকার। ভারত সবকিছুই পেতে পারে না। আইসিসিকে কখনো কখনো ভারতকে ‘না’ বলতে হবে। ভারত গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা পেয়েছিল, যেখানে তারা আগেই জানত তাদের সেমিফাইনাল কোথায় হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে ভ্রমণ করতে হয়নি। কোনো দল কীভাবে পুরো টুর্নামেন্টে ভ্রমণ না করে খেলতে পারে?

ক্যারিবিয়ান সাবেক ফাস্ট বোলার আরও অভিযোগ করেন, আইসিসি সম্পূর্ণভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবাধীন।

রবার্টস বলেন, এটা ন্যায়সঙ্গত নয়, এটা ক্রিকেটও নয়। খেলায় সমতা থাকা উচিত। আমি জানি, ভারতের কাছ থেকে অনেক অর্থ আসে, কিন্তু ক্রিকেট শুধু এক দেশের খেলা হয়ে যাওয়া উচিত নয়। আমার দৃষ্টিতে, আইসিসি এখন ভারতের ক্রিকেট বোর্ডের মতোই কাজ করছে। ভারত সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি আগামীকাল ভারত বলে, ‘শুনুন, ক্রিকেটে আর নো-বল ও ওয়াইড থাকবে না,’ তাহলে আমার কথা লিখে রাখুন, আইসিসি সেটারও কোনো না কোনো সমাধান বের করবে যাতে ভারত খুশি থাকে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে ভারত।

Advertisement

এমএইচ/এমএস