আইন-আদালত

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আতিকুল-মহিবুল

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

অন্য দুই আসামি হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক।

বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

আরও পড়ুন

Advertisement

স্ত্রী-ছেলেসহ সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জেলে সালমান এফ রহমান, মুনাফায় উন্নতি বেক্সিমকো ফার্মার সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

এর মধ্যে ভাটারা থানার একই হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মহিবুল হককে দেখানো হয়েছে।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গত ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২০ নভেম্বর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মহিবুলকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রত্যেকেই বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ শেষে কারাগারে আছেন।

এমআইএন/ইএ/জেআইএম

Advertisement