জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবর্তনে রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা জরুরি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসা জরুরি।

Advertisement

তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের আয়োজনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সের আলোচনায় এ বিষয়টি প্রাধান্য পাবে। অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Advertisement

প্রেস সচিব বলেন, বাংলাদেশ কূটনৈতিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য রোহিঙ্গারা যেন মর্যাদার সঙ্গে ফিরে যেতে পারে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

এমইউ/বিএ/এমএস

Advertisement