দেশজুড়ে

বরগুনায় যুবকের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

বরগুনায় পৌরসভায় মন্টু চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত ১টার দিকে পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি কড়ইতলা এলাকার নিজ বসতবাড়ির পেছনের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত মন্টু ওই এলাকার মৃত জগেশ্বর দাসের ছেলে। তিনি পৌরশহরের এক মুরগি ব্যবসায়ীর দোকানের কর্মচারী ছিলেন। স্বজনদের দাবি, মামলা সংক্রান্ত বিরোধের জেরে মন্টুকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী শিখা রানী জানান, নিহত মন্টু রাতে মোবাইল ফোনে জানান ব্যবসায়িক কাজে বাসায় ফিরতে দেরি হবে। এরপর নির্ধারিত সময়ে বাড়িতে না ফিরলে আবারও মন্টুর মোবাইলে ফোন করেন তিনি। এসময় মন্টু তার ফোন রিসিভ করেননি। একপর্যায়ে মোবাইলের আওয়াজ শুনে বাড়ির পেছনে গেলে ঝোপের মাঝে মন্টুর মরদেহ পরে থাকতে দেখে স্বজনদের জানান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মন্টুর বোন কনক রানী জাগো নিউজকে বলেন, গতকাল সন্ধ্যার দিকে মন্টুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এসময় তার দায়ের করা মামলায় অভিযুক্তরা মীমাংসার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে বলে জানান তিনি। আমি তাকে সাবধানে থাকতে বলি। পরে রাতে মন্টু বাড়ি ফেরেনি শুনতে পেয়ে তার বাড়িতে যাই। গিয়ে বাড়ির পেছনে মন্টুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।

Advertisement

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, বাড়ির পেছনে পরিত্যক্ত জায়গায় একজনের মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি আরও বলেন, এরইমধ্যে তদন্ত শুরু করেছি। তথ্য যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল আহাদ অনিক/এমএন/এএসএম

Advertisement