দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে ল্যাপারোস্কোপি মেশিনের ক্যামেরা হেড চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
Advertisement
রোববার (৯ মার্চ) এ তদন্ত কমিটি গঠন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) সার্জারি বিভাগের ৪ নম্বর অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য ল্যাপারোস্কোপি মেশিন প্রস্তুত করার সময় চিকিৎসকরা দেখতে পান ক্যামেরার হেড নেই। বিষয়টি পরে হাসপাতালের পরিচালককে জানানো হয়। পরিচালক ডা. ফজলুর রহমান বিষয়টি জানতে পেরে ওটি পরিদর্শন করেন। পরে এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ও শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাম্মেল হককে আহ্বায়ক ও নিউরোসার্জারি বিভাগীয় প্রধান ডা. সারোয়ার মুর্শেদ আলমকে সদস্য সচিব করে তিন সদস্যের কমিটি করা হয়। কমিটির অন্য সদস্য হলেন, অর্থোপেডিক সাজারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. আব্দুল কাদের।
Advertisement
জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোজাম্মেল হক বলেন, ‘চিঠি পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। এখন এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়।’
পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে চিঠি পাওয়ার তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ ও তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। আশা করছি সঠিক কারণ বেরিয়ে আসবে।
এমদাদুল হক মিলন/এমএন/জেআইএম
Advertisement