দেশজুড়ে

ভোলায় কাঠ পোড়ানোয় দুই ইটভাটা বন্ধ

ভোলার মনপুরায় কাঠ পোড়ানোর দায়ে দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে ওই ভাটা দুটিকে জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

ভাটাগুলা হলো, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়ার মনপুরা ব্রিকস ফিল্ড ও এম আর এস ব্রিকসফিল্ড।

মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বর্ণিক সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি আইন অমান্য করে ওই দুটি ইটভাটায় কাঠ পোড়াছিল। পরে আমরা অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৫০ হাজার করে জরিমানা করা হয়। পরে ভাটা দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম

Advertisement