নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেছেন, দেশের প্রায় সব তৈরিপোশাক প্রতিষ্ঠান সুরক্ষা ও নিরাপত্তার দিক থেকে শীর্ষে রয়েছে। শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করা হচ্ছে কারখানাগুলোতে। কিন্তু আন্তর্জাতিকভাবে এটার তেমন স্বীকৃতি নেই। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের প্রয়োজন।
Advertisement
মঙ্গলবার (১১ মার্চ) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫ ও ব্যক্তিখাতের উদ্যোক্তাদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারাননুম জিনান।
এসডিজির অন্যতম লক্ষ্য রেসপন্সিবল প্রোডাকশন ও কনজাম্পশন (দায়িত্বশীল উৎপাদন ও ভোগ) উল্লেখ করে ফজলুল হক বলেন, বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের আলোচনা করতে গেলে আমাদের এখনো রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের কথা শুনতে হয়। অথচ দেশে আড়াইশোর বেশি লিড সার্টিফাইড কারখানার রয়েছে।
Advertisement
ফজলুল হক বলেন, পশ্চিমা দেশগুলোর ক্রেতারা, যেখানে আমাদের প্রধান রপ্তানি বাজার, রেসপন্সিবিল উৎপাদনের বিষয়ে খুবই সচেতন। তারা এর জন্য উপযুক্ত মূল্য পরিশোধেও আগ্রহী। কিন্তু যথাযথ ব্র্যান্ডিংয়ের অভাবে আমরা রেসপন্সিবল প্রোডাকশনের বাণিজ্যিক সুবিধা তথা প্রকৃত বাজারমূল্য ধরতে পারছি না।
এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) ভূমিকা নিয়ে আলোচনা করেন জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন জামান।
তিনি বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর তহবিলসহ বিভিন্ন খাতে সিএসআরের অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু এসডিজি বাস্তবায়নে এসব অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে সেটি বিবেচনার প্রয়োজন রয়েছে। এসডিজি লক্ষ্যমাত্র বাস্তবায়নে বেসরকারি খাতের অবদানকে অবশ্যই আমলে নিতে হবে।
শাহামিন জামান আরও বলেন, সিএসআর শুধু ডোনেশন বা ফিলানথ্রপিক কাজ না। এটি ব্যবসায় কৌশলের অংশ হতে পারে। সিএসআরের অর্থ দিয়ে টেকসই বিভিন্ন প্রকল্প নেওয়া যেতে পারে। সিএসআরের কার্যক্রমগুলো কীভাবে এসডিজি লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে সেটি নিয়ে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করা প্রয়োজন।
Advertisement
সিটিজেনস প্ল্যাটফর্মের কোর গ্রুপ মেম্বার ও নিউ এইজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, তিনভাবে ব্যক্তিখাত এসডিজি অর্থায়নে যুক্ত হতে পারে। সিএসআর থেকে অর্থায়ন, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং গ্রিন বন্ডের মতো টেকসই অর্থায়নের ব্যবস্থা করা। সরকারি বেসরকারি বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো এসডিজি লক্ষ্য বাস্তবায়ন নিয়ে কম বেশি কাজ করছে। কিন্তু সবার কাজের এটি ম্যাপিং থাকা প্রয়োজন।
এসআরএস/বিএ