বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিগত সরকার দেশে দুর্নীতি, লুট ও অর্থপাচারের মাধ্যমে শেষ করে দিয়েছে; যার মাশুল দিচ্ছে দেশের মানুষ। কেননা, ২০ হাজার কোটি টাকার সেতু ৩০ হাজার কোটি টাকায় করা হয়েছে।
Advertisement
সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম সংকলিত ও সম্পাদিত ‘লিভিং লিজেন্ড-তারেক রহমান: নেতা ও নেতৃত্ব-লুক থ্রু’ এবং ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বই দুটিকে আওয়ামী দুঃশাসনের দলিল আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা দুঃশাসন টিকিয়ে রাখতে গিয়ে অবাধে দুর্নীতির সুযোগ দিয়েছেন। যাদের দিয়ে দুঃশাসন টিকিয়ে রাখা যায় তাদের এই সুযোগ দেওয়া হয়। অর্থাৎ গত ১৬ বছরে আমাদের সময়টা ছিল দুর্নীতি আর অপশাসনের।
Advertisement
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সেনাপ্রধান আর র্যাব প্রধান বলেন- সবার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। আর তারা কী পরিমাণ দুর্নীতি করেছে তা দেশের মানুষ দেখেছে। পত্রিকায় দেখেছি, বালিশকাণ্ড থেকে শুরু করে বঁটি কেনা নিয়ে দুর্নীতি, এমনকি কেজি দরে ঘুস নেওয়ার খবর আমরা গণমাধ্যমে জেনেছি।
আরও পড়ুন কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরাতে শিগগির আইন প্রণয়ন হাসিনা-রেহানার পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিটনজরুল ইসলাম খান বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন নয়। এর মানে হলো- রাষ্ট্র, রাজনীতি ও জনগণের গুণগত পরিবর্তন। তা না হলে জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সহজ নয়। যারা বলেন যে, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি, সেটি ভুল। এর জন্য আইন এবং প্রয়োজনে সংবিধানও পরিবর্তন করতে হয়।
তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছেড়ে দিলে সেসময় বিএনপিতে ভাঙন হয়েছিল ঠিক। কিন্তু জিয়াউর রহমানকে সামনে রেখেই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আরও বেশি শক্তিশালী হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া বলেন, তারেক রহমান সত্যিই একজন লিভিং লিজেন্ড ও নেতা, তার কথা বলা ও ধৈর্য ধারণের মধ্য এক অনন্য মাধুর্য রয়েছে। আমরা সেই নেতার নিদর্শনা মেনে চলবো। আমার জানামতে পৃথিবীর ইতিহাসে বেগম খালেদা জিয়া এক আপসহীন নেত্রী।
Advertisement
তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা বিগত জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র-জনতা হত্যা করেছেন একমাত্র তার অবৈধ ক্ষমতা দখলে রাখার জন্য। আমরা সেই ফ্যাসিবাদী হাসিনাকে দেশছাড়া করেছি। এই বইয়ে লেখক ফ্যাসিবাদী হাসিনার দুর্নীতি ও দুঃশাসন কর্মকাণ্ড তুলে ধরেছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ফ্যাসিবাদী হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে দুর্নীতি করে ও অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। পত্রিকার খবরে প্রকাশিত হয়েছে, সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে সবচেয়ে দামি গাড়ি ব্যবহার করছেন। এত টাকা তিনি কোথা থেকে পেয়েছেন? তারা বাংলাদেশের টাকা লুট করে বিদেশে গিয়ে এসব সম্পদ গড়েছেন। হাসিনার জন্য বড় লজ্জার তার জামাই ও মেয়ের দুর্নীতির জন্য আদালতে হাজিরা দিতে হয়েছে।
তিনি বলেন, আমরা তাদের দুঃশাসনের বিচার দাবি করছি। আমি আশা করবো অধ্যাপক সাইফুল ইসলাম আরও বেশি বই লেখবেন। আমি এই প্রত্যাশা করবো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ওয়াকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ অন্যরা বক্তব্য দেন।
কেএইচ/ইএ/জিকেএস