দেশজুড়ে

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন

 

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কুণ্ডলি রয়েছে।

Advertisement

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সাভারের আমিন বাজারে অবস্থিত বিদ্যুতের পাওয়ার গ্রিডে এই আগুনের সূত্রপাত হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, সকাল সোয়া ৭টার দিকে বিদ্যুতের ওই পাওয়ার গ্রিডে আগুনের খবরে প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে তিনি জানান, আগুনের তীব্রতা এখন বেশি নেই। তবে ধোঁয়ার কুণ্ডলি রয়েছে। আগুন যেন ছড়াতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Advertisement

তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে আগুন লাগা ও পাওয়ার গ্রিডের বর্তমান অবস্থা নিয়ে আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেন, পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে। তবুও আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া জানানো সম্ভব নয় বলে জানান ওই কর্মকর্তা।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

মাহাফুজ নিপু/এফএ/জিকেএস

Advertisement