রাজনীতি

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী মহিলা মজলিসের বিক্ষোভ

নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।

Advertisement

সোমবার (১০ মার্চ) রাজধানীর উত্তরায় মাগুরায় নির্মম পাশবিক নির্যাতনের শিকার আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি এবং নারী শিশু নির্যাতন বন্ধ ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানিয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মহিলা মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা সুরাইয়া খন্দকার সুমি বলেন, রাষ্ট্রীয়ভাবে এসব অন্যায়ের যথাযথ শাস্তির ব্যবস্থা থাকলে দেশে এই কঠিন পরিস্থিতির উদ্ভব হতো না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাস করতে হবে এবং তা কার্যকর করতে হবে। দেশে চূড়ান্ত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শরিয়া আইন প্রয়োগ ব্যতীত সম্ভব নয়। সুতরাং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপরাধীদের নির্মূল করতে হলে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন কার্যকর করতে হবে।

আরও পড়ুন

Advertisement

ধর্ষণ মামলার বিচার ৯০ দিনে শেষ করতে হবে ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ছাত্রদল ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’

সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস নেত্রী খন্দকার সাফা বিনতে সাইফ বলেন, আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। এসব নরপশুদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন।

উম্মে হাবিবা সুলতানা জুঁইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা মজলিস নেত্রী শামসুন্নাহার শিরিন, দিল আফরোজ, নাইমা আক্তার, তাহমিনা আক্তার প্রমুখ।

এএএম/এমএস

Advertisement