বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান রাজনীতির যে পরিবেশ, এখানে ভদ্র লোকের টিকে থাকা খুবই মুশকিল। সেটা দেশের মানুষ ভালো জানেন।
Advertisement
সোমবার (১০ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে লালমোহন ফাউন্ডেশন ঢাকার অভিষেক ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনীতি এখন গভীর তলানিতে। গত ১৫ বছর দেশের সবকিছু ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। শিক্ষাঙ্গন ধ্বংস করেছে। শুনেছি, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি যুবলীগের চেয়ারম্যানের পদ চেয়েছিলেন। এ পদ পেলে নাকি তিনি ভিসির পদ ছাড়তেন, এমন বক্তব্য সেই ব্যক্তি দিয়েছিলেন। তাহলে বোঝেন শিক্ষার কী অবস্থা করেছে আওয়ামী লীগ।
আরও পড়ুন ট্রাম্প একজন ডিলমেকার, তাকে বলেছি আসুন ডিল করি: ড. ইউনূস কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরাতে শিগগির আইন প্রণয়নতিনি বলেন, একটি ইউনিয়নের চেয়ারম্যানের অ্যাকাউন্টে যদি ১৫ হাজার কোটি টাকা লেনদেন হয়, তাহলে মন্ত্রী-এমপিদের কত টাকা আছে? আমাদের কাছে এক কোটি টাকা হলেই বারবার হিসাব করে শেষ করতে পারতাম না। এটি হলো দেশের রাজনীতির হালচিত্র। এক মন্ত্রীর বিদেশে ৩৬০টি বাড়ি আছে, এরা কি কখনো মরণের ভয় করে? এত সম্পদ কী করবে? তাদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
Advertisement
ভোলার উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন বলেও এ সময় প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
কেএইচ/ইএ/জিকেএস