জাতীয়

বোতলজাত সয়াবিনে ওজনে কম, তিন ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সয়াবিন তেলের বোতলে ওজনে কম থাকায় তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার (১০ মার্চ) উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সেসময় অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়েন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে এক মুদি দোকানে সয়াবিন তেলের বোতলে পরিমাণে কম পাওয়া যায়। প্রতি লিটার বোতলে ১২০ মিলিলিটার তেল কম ছিল। সেই দোকান থেকে ৩৬ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

Advertisement

ডিসির হুঁশিয়ারিতেও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট যৌক্তিক কোনো কারণ ছাড়াই সয়াবিন তেলের সংকট অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের লিটার ১৬০ টাকা নির্ধারণ

আরেক অভিযানে জোটপুকুর পাড় ও কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে লিটারপ্রতি সয়াবিন তেল কম থাকায় লাকি স্টোরের উজ্জ্বল দেবকে ৫ হাজার টাকা ও রাসেল স্টোরের মো. রাসেল ৭ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি বলেন, ‘গৃহিণী’ ও ‘চাঁদনী’ ব্র্যান্ডের সয়াবিনের বোতলে লিটারপ্রতি ১২০ মিলিলিটার তেল কম থাকায় ২ ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জব্দ করা সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রি করা হবে।

এমডিআইএইচ/ইএ/এমএস

Advertisement