প্রবাস

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

সোমবার (১০ মার্চ) ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ‘মদীনাতুল বউস’ এর খেলার মাঠে আয়োজিত এ মাহফিল প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনটির সভাপতি এস এম ফখরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মাহফিলের সূচনালগ্নে আগত অতিথিদের স্বাগত জানিয়ে তিনি মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ইসলামের সঠিক দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

Advertisement

ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল মালয়েশিয়ায় শিক্ষার্থী শ্রমিক এতিমদের নিয়ে মাইশা গ্রুপের ইফতার

ছয় শতাধিক শিক্ষার্থী ও অতিথির অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে। ইফতার মাহফিলে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন দেশের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

কুরআন তিলাওয়াত, রমজানের বিশেষ নাশিদ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ হাতে রান্না করা ঐতিহ্যবাহী ইফতার ও নৈশভোজে অতিথিদের আপ্যায়ন করা হয়। দেশীয় স্বাদের এ আয়োজন তাদের মাঝে এক অনন্য অনুভূতি তৈরি করে।

মিশরে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে ইত্তেহাদের এই আয়োজন প্রশংসিত হয়েছে। সংগঠনের নেতা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআরএম/এমএস

Advertisement