শরীয়তপুরের ডামুড্যায় অনুমোদন না থাকায় মেসার্স পাইক ব্রিকস (হাওলাদার) নামের একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানায়, দুপুরে ডামুড্যার পূর্ব বাহেড্যা এলাকায় মেসার্স পাইক ব্রিকস নামের ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ও ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এসময় ভাটাটির ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী লাইসেন্স না থাকায় এবং নিষিদ্ধ এলাকায় ভাটাটি স্থাপন করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল মালেকের নির্দেশে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক্সকেভেটর মেশিন দিয়ে ভাটাটির কিলন সম্পূর্ণ গুঁড়িয়ে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
বিধান মজুমদার অনি/আরএইচ/জেআইএম