খেলাধুলা

প্রতিবেশীর ওপর হামলা করে লঙ্কান ক্রিকেটার গ্রেফতার

প্রতিবেশীর ওপর হামলার অভিযোগে শ্রীলঙ্কার ক্রিকেটার আশেন বান্দারাকে গ্রেফতার করা হয়েছে। গেল শনিবার সাবেক মিডল অর্ডার ব্যাটারকে গ্রেফতার করেছে লঙ্কান পুলিশ।

Advertisement

বান্দারার বিরুদ্ধে অভিযোগ, গাড়ি পার্কিং-সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রতিবেশীকে আক্রমণ করেছেন তিনি। যদিও গ্রেফতারের পর জামিনও হয়ে গেছে তার। তবে আগামী ১২ মার্চ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বান্দারার।

শ্রীলঙ্কা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পিলিয়ানদালার কোলামুন্নায় এ ঘটনা ঘটে। রাজধানী কলম্বোর শহরের নিকটবর্তী এ স্থানে বসবাস করেন বান্দারা। রাস্তা অবরুদ্ধ করে পার্কিং করা গাড়ি নিয়ে তর্কের এক পর্যায়ে বন্দারা তার প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করেন এবং তাকে আক্রমণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ বলেছে, ‘শনিবার সন্ধ্যায় এক প্রতিবেশী অভিযোগ করেন, বান্দারা একটি সমস্যার সৃষ্টি করেছেন এবং তিনি অন্যের বাড়িতে অনধিকার প্রবেশ করেছেন। মৌখিক বাকবিতণ্ডার এক পর্যায়ে শারীরিক সংঘর্ষেও জড়িয়ে পড়েছেন তিনি। শনিবার রাতেই অভিযোগের ভিত্তিতে তাকে সন্দেহজনক গ্রেফতার করা হয় এবং একই দিনে জামিনে মুক্তি দেওয়া হয়।’

Advertisement

এই বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সিইও অ্যাশলি ডি সিলভা জানান, ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ডি সিলভা আরও উল্লেখ করেন, যদিও বান্দারার বর্তমানে কেন্দ্রীয় চুক্তি নেই, সে শ্রীলঙ্কার ন্যাশনাল সুপার লিগে পুলিশ এসসির সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে এসএলসির সুনাম ক্ষুণ্ণ করার জন্য দায়ী হতে পারেন সে।

অ্যাশলি ডি সিলভা বলেন, ‘প্রথমে আমাদের সংঘর্ষ বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। তারপর সেটি বিশ্লেষণ করতে হবে। যদি তিনি (বান্দারা) এসএলসির সুনাম নষ্ট করেছেন বলে প্রমাণ হয়, তাহলে আমরা আরও ব্যবস্থা নিতে পারি। আমরা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করবো এবং যদি তদন্তের প্রয়োজন হয়, তাহলে তাও করবো।’

২৬ বছর বয়সী বান্দারা ফিল্ডিংয়ে দক্ষতার জন্য বিশেষ পরিচিত। এখন পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৬টি ওডিআই এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে এশিয়ান গেমসে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলে খেলেছিলেন। শ্রীলঙ্কার মূল দলে সর্বশেষ ছিলেন ২০২৩ সালের জানুয়ারিতে।

এমএইচ/

Advertisement