জাতীয়

২ রেস্তোরাঁয় গ্যাসের অবৈধ সংযোগ, জড়িত তিতাসের কর্মকর্তারা

তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রাজধানীর ধানমন্ডিতে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট।

Advertisement

ইউনিটের একটি দল রোববার (৯ মার্চ) দুপুরে তিতাস গ্যাসের প্রধান কার্যালয় ও ধানমন্ডির তিনটি রেস্তোরাঁয় অভিযান চালায়।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিযানের শুরুতে টিম তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে নথিপত্র সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যের আলোকে পরবর্তী সময়ে তিতাস গ্যাসের টিমসহ ধানমন্ডির রসনা বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও গ্রিন বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে টিম উভয় হোটেলেই অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পায়। রেস্টুরেন্ট ২টি ঝুঁকিপূর্ণভাবে তিতাস গ্যাসের লাইন টেনে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে তিতাস গ্যাস তথা সরকারের প্রতিমাসে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করছে বলেও জানান আকতারুল ইসলাম।

Advertisement

আরও জানা গেছে, অভিযানকালে বৈধ সংযোগ গ্রহণের কোনো কাগজপত্র দেখাতে না পারায় রেস্টুরেন্ট দুটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অসাধু যোগসাজশের জন্য তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কোন কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন/ছিলেন, তা যাচাই করে এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এসএম/এমএইচআর