জাতীয়

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

ঈদুল ফিতর সামনে রেখে ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে৷ আগামী ১ এপ্রিলকে ঈদের সম্ভাব্য দিন ধরে ২৪ মার্চ থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

Advertisement

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

প্রতিবছরের মতো মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাতদিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

আরও পড়ুন

Advertisement

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর আন্তঃনগর ট্রেনে ৩ এপ্রিলের ফিরতি যাত্রায় টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

রেলওয়ে জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে একজন সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

আরও পড়ুন

ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন

আন্তঃমন্ত্রণালয় সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এনএস/এমকেআর/জেআইএম