ক্যাম্পাস

চবিতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহারের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইন বিভাগের অধ্যাপক ড. রকীবা নবী বলেন, দৈনন্দিন জীবনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিবাদ জোরদার করতে হবে। দেশের প্রচলিত আইনগুলো আরও কার্যকর করে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করায় জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খাদিজা মিতু বলেন, আমাদের দেশে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সামগ্রিক কিছু অন্তর্নিহিত কারণ রয়েছে। এটার জন্য আমাদের সবার মানসিকতার পরিবর্তন দরকার। বিচার করলেই এটা নিশ্চিত হয়ে যাবে না যে, আর ধর্ষণ হবে না। আমাদের মনোজগতের পরিবর্তন করতে না পারলে এ ধর্ষণ কমবে না।

Advertisement

আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস