দেশজুড়ে

ধর্ষকের ফাঁসি দাবিতে আদালত চত্বরে ছাত্র-জনতার অবস্থান

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে মাগুরার ছাত্র-জনতা। এসময় তারা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের ফাঁসির আদেশের দাবি জানান।

Advertisement

রোববার (৯ মার্চ) সকালে বিক্ষোভ মিছিল শেষে মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা।

সমাবেশে যোগ দেওয়া মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শায়ের হাসান টগর বলেন, আমরা কথা দিচ্ছি ধর্ষকদের পক্ষে মাগুরার কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না।

এসময় বক্তারা বলেন, অতীতে ধর্ষকরা পার পেয়ে গেছে বলেই এখন এমন দুঃসাহস দেখাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তি দিতে হবে, অন্যথায় আমরা এখান থেকে যাবো না।

Advertisement

আরও পড়ুন মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারাদেশ ধর্ষণ মামলার বিচার ৯০ দিনে শেষ করতে হবে বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরে বিকলে ৫টার দিকে আদালত চত্বর ত্যাগ করে ছাত্র-জনতা। সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সাদিয়া ইসলাম, রকিবুল ইসলাম, সুবর্ণা প্রমুখ।

বুধবার (৫ মার্চ) রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয় মেয়েটি (৮)।

শিশুটির পরিবার থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৭ মার্চ) সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

Advertisement