দেশজুড়ে

মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে মরা গরু জবাই করে মাংস বিক্রির দায়ে হেলাল উদ্দিন (২৮) নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রোববার (৯ মার্চ) দুপুরে এ দণ্ড দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ওই এলাকার বেরনাইয়া বাজারে মাংসের ব্যবসা করেন।

ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন। একইসঙ্গে ভবিষ্যতে এরকম অপরাধ আর করবেন না বলে অঙ্গীকার করেন তিনি।

Advertisement

পরে বিক্রির জন্য আনা মরা গরুর মাংস জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতা মাটিচাপা দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমান এবং শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল।

শরীফুল ইসলাম/এসআর/জেআইএম

Advertisement