খেলাধুলা

শেরে বাংলায় রেকর্ড রানের ম্যাচে বিশাল জয় প্রাইম ব্যাংকের

শেরে বাংলার লঙ্কান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা নাইম শেখকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন কিনা, তা জানা নেই। তবে প্রাইম ব্যাংককে প্রাণঢালা অভিনন্দন জানাতেই পারেন তিনি।

Advertisement

কেন এ অভিনন্দনের চালাচালি? কারণ, গামিনির দীর্ঘদিনের বদনাম ঘুচিয়ে দিয়েছেন নাইম শেখের প্রাইম ব্যাংক। হোম অব ক্রিকেটে রান না হওয়ার যে বদনাম, সেটা আর থাকছে না।

শেরে বাংলার উইকেট স্লো-প্রাণহীন বলে ব্যাটে বল দেরিতে আসে, খানিক নীচেও থাকে। স্পিনাররা খানিক সহায়তা পান। সব মিলিয়ে ব্যাটাররা হাত খুলে খেলতে পারেন না। যে কারণে স্কোরলাইনও ছোট থাকে। হাই-স্কোরিং ম্যাচের বদলে লো-স্কোরিং ম্যাচ বা মাঝারি স্কোরই দেখা যায় বেশি।

তবে আজ রোববার (৯ মার্চ) সে চেনা-জানা শেরে বাংলার ভিন্ন রূপ দেখা গেলো। এদিন নাইম শেখের ‘বিগ হান্ডেডে’ (১২৫ বলে ১৭৬) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রানের হিমালয় সমান স্কোর গড়ে আগেই জয়ের মঞ্চ তৈরি করে রাখে প্রাইম ব্যাংক। যা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ ফরম্যাটে তো বটেই, বাংলাদেশের মাটিতেও ‘লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশি ও বিদেশি দলেরও সর্বোচ্চ স্কোর। সোয়া চার শ রান নিয়ে হারার প্রশ্নই আসে না। প্রাইম ব্যাংকের এ রানপাহাড় টপকাতে পারেনি গোপীবাগের ব্রাদার্স। প্রাইম ব্যাংক জিতেছে ১৭৩ রানের বিশাল ব্যবধানে। ব্রাদার্স অলআউট হয়েছে ২৪৯ রানে। দলের হয়ে শুধু লড়াই করেছেন আইচ মোল্লাহ (১১০ বলে ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৯৬ রান)।

Advertisement

সংক্ষিপ্ত স্কোর: প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৪২২/৮ (নাইম শেখ ১৭৬, সাব্বির হোসেন ৭৩, জাকির হাসান ২৬, শাহাদাত হোসেন দিপু ৩, শামীম পাটোয়ারী ১৬, আব্দুল্লাহ আল মামুন ৪০, সাজ্জাদুল হক রিপন ৫০*, রিশাদ ১৭; আল আমিন ৩/৭৭, সালাউদ্দীন শাকিল ২/৭৫, সোহাগ গাজী ১/৮১, মাইশিকুর ১/৫৭)। ব্রাদার্স ইউনিয়ন: ৪২.৩ ওভারে ২৪৯ (মাহফিজুল ইসলাম রবিন ২৯, ইমতিয়াজ হোসেন তান্না ১১, মিজানুর রহমান ৯, আইচ মোল্লাহ ৯৬, মাইশিকুর ৩৪, অলক কাপালি ৩০, সালাউদ্দীন শাকিল ১১; রিশাদ ৩/৬৬, সৈয়দ খালেদ আহমেদ ২/২৭, হাসান মাহমুদ ২/৫৭, শামীম পাটোয়ারী ২/২২)।

ফল: প্রাইম ব্যাংক ১৭৩ রানে জয়ী।

এআরবি/এমএইচ/

Advertisement