হিযবুত তাহরীরের মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেফতার আরও পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। রোববার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
Advertisement
এদিন আসামিদের আদালতে উপস্থিত করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী ১৩ মার্চ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, ঢাকার সূত্রাপুর থানার মোহন দাস রোডের হাসিবুর রহমানের ছেলে মাশরাফি রহমান মাহি (২০), একই থানার কলতাবাজারের মিজানুর রহমানের ছেলে ইরফান শাহরিয়ার (২০), ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তেলঘাটের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), ঢাকার কোতোয়ালি থানার পাটুয়াটুলী লেনের সিরাজুল ইসলামের ছেলে আনাসুর রহমান (২০) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট ভল্লভপুরের মৃত নুরুল আমিনের ছেলে সোহেল রানা (৩৯)।
এর আগে শনিবার (৮ মার্চ) মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিযবুত তাহরীরের কর্মীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত।
Advertisement
মামলার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
ঘটনার পরদিন পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এমআইএন/জেএইচ/জেআইএম
Advertisement