আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামীকাল (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।
Advertisement
রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত সচিব বলেন, আগামীকাল সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতবর্তমানে ইসির নিবন্ধিত দল ৪৯টি। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
Advertisement
এমওএস/এমএইচআর/জেআইএম