মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Advertisement
রোববার (৯ মার্চ) দুপুর ১টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘জাস্টিস ফর আছিয়া’, ‘হ্যাং দ্য রেপিস্ট’, ‘স্টপ রেপ’, ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে না। ৫ আগস্টের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে ধর্ষকদের প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে।
Advertisement
তারা বলেন, মাগুরায় ছোট্ট শিশুর ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। ধর্ষণের মামলাগুলোর বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আদালতের রায়ের পর প্রকাশ্যে ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
এএএইচ/এমকেআর