মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন।
Advertisement
রোববার (৯ আগস্ট) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ধরনের অনেক ঘটনাই পরিবার ও কমিউনিটির ভেতরে ঘটে থাকে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে আমরা পরিবার ও কমিউনিটি থেকে শুরু করে একটি সমন্বিত শিশু সুরক্ষা ব্যবস্থার আহ্বান জানাই।
এতে বলা হয়, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সেভ দ্য চিলড্রেন এই ঘটনা এবং দেশব্যাপী শিশু ও নারীদের প্রতি সহিংসতার অন্য ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী ২৩৬২ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ১,০৩৬ জনই শিশু।
এ বিষয়ে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, আমরা এই নৃশংস অপরাধের শিকার শিশুটির জন্য যথাযথ ন্যায়বিচার চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে ব্যবস্থা নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে অপরাধীরা সুষ্ঠু বিচারের আওতায় আসে।
Advertisement
এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৪০ শতাংশ সহিংসতার শিকারই শিশু। পরিসংখ্যান বলছে, শিশুদের- বিশেষ করে কন্যাশিশুদের যেকোনো নির্যাতন ও সহিংসতা থেকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমেই সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব।
শিশুদের অধিকার ও জীবনের মানোন্নয়ন নিশ্চিত করতে হলে তাদের সুরক্ষা অপরিহার্য। সেভ দ্য চিলড্রেন শিশুদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যাতে নির্যাতন, অবহেলা, শোষণ ও সহিংসতা প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় কাঠামো গড়ে তোলা যায় এবং সঠিক পদক্ষেপ নেওয়া হয়।
এএএম/এএমএ/জেআইএম
Advertisement