মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কর্মী পাঠাতে আহ্বান জানানো হয়েছে।
Advertisement
শুক্রবার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে।
আরও পড়ুন
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক যুদ্ধ পরিস্থিতির উন্নতি, লেবাননে যেতে পারবেন বাংলাদেশিরাগত ৬ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মারকে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে বহির্গমন ছাড়পত্র গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ।
Advertisement
কেএসআর/এমএস