নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফাহ’ নাম দিয়ে মিছিল করেছে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায়। তারা মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মাঝে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
Advertisement
শুক্রবার (৭ মার্চ) পবিত্র জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।
আরও পড়ুন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ৩ সদস্য গ্রেফতার হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা হিযবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, তাদের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধএসময় বিভিন্ন ব্যানার হাতে খিলাফত-খিলাফত স্লোগান দেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে পল্টন মোড় থেকে পানির ট্যাংকির দিকে এগিয়ে যান।
দুপুর ২টা ১০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।
Advertisement
এএএম/কেআর/এমএইচআর/জিকেএস